News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ জানুয়ারি ২০২০
আপডেট: ১৫:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২০

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫। এ সময় মিয়ানমারের নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জাদিমুড়া ক্যাম্প-২৭, ব্লক ডি-৫ এর রোহিঙ্গা মিনজু আহম্মেদ ফজল হকের ছেলে মো. রহিম (২৫) ও জাদিমুড়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে মো. জুবাইয়ের (২৭)।

কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, “মাদক ব্যবসায়ীরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ জাদিমুড়া রাস্তাসংলগ্ন বিবিএস গ্রুপের পূর্ব উত্তর পাশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯৮ লক্ষ্য টাকা।

উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়