৫ উইকেটে হার দিয়ে সফর শুরু বাংলাদেশের
পাকিস্তান সফরে বড় ব্যবধানে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানের কাছে শুক্রবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন বল হাতে রেখেই ৫ উইকেটে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী কাল শনিবার অনুষ্ঠিত হবে। এ জয়ের ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
টাইগারদের দেয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বুড়া শোয়েব মালিকের অসাধারণ ব্যাটিংয়ে ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। শোয়েব মালিক ৪৫ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত ৫৮ রান করেন। এছাড়া অধিনায়ক বাবর আজম শুণ্য, আহসান আলী ৩৬, মোহম্মদ হাফিজ ১৭, ও ইফতেখার আহমেদ ১৬ রান করেন।
বল হাতে বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম চার ওভারে ২৭ রানে নেন দুটি উইকেট। এছাড়া মোস্তাফিজ চার ওভারে ৪০ রানে নেন একটি উইকেটে। আল আমিন ও আমিনুল ইসলাম নেন একটি করে উইকেট।
এর আগে শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ দল। দলের পক্ষে সর্বোচ্চ দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম ছাড়া আর কোন ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেনি।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সতর্ক ব্যাটিং শুরু করে তামিম ও নাঈম। ভালো শুরুর পর দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ৩৪ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৩৯ রান করে রানআউটের শিকার হন।
ওয়ানডাউনে ওপেনার নাঈমের সাথে জুটি গড়ে সুবিধা করতে পারেনি ব্যাট হাতে বঙ্গবন্ধু বিপিএল কাঁপানো লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে ১৩ বলে ব্যক্তিগত ১২ রান করে শাহদিব খানের বলে রান আউটের শিকার পর। এরপর দলীয় ৯৮ রানে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে করে বিদায় নেন নাঈম।
৪১ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় এ রান করেন তিনি। ১৪.৪ তিন উইকেট হারায় সফরকারীরা। শেষ দিকে অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাজিত ১৯ রান ছিল সর্বোচ্চ। বল হাতে পাকিস্তানের পক্ষে সাদাব খান নেন দুটি উইকেট।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস








