News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৩, ২৪ জানুয়ারি ২০২০
আপডেট: ১৪:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল: কাদের

বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল। যেকোনও নির্বাচনের আগেই তারা হেরে যায়। বিএনপির বিজয়ের কোনও ইতিহাস নেই। 

আগামী সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হতে পারবে না। এটা তারা নিশ্চিত জেনেই কখনও ইভিএম, কখনও নির্বাচনের শুদ্ধতা নিয়ে নানা ধরনের অভিযোগ তারা তুলছে।’

শুক্রবার (২৪) টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মন মানসিকতা, কথাবার্তায় পরাজয়ের সুর রয়েছে। ক্ষুধা-দারিদ্র্য মুক্ত দেশ গড়তে আওয়ামী লীগের নবগঠিত কমিটি কাজ করবেন।’

 

 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়