News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৬, ২০ জানুয়ারি ২০২০
আপডেট: ০২:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২০

খান টোবকোর সত্বাধিকারী সহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট

খান টোবকোর সত্বাধিকারী সহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট

জালিয়াতির মাধ্যমে রাজস্ব ফাঁকির দায়ে মেসার্স খান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের (বাইপাস ব্রীজ মন্ডপ, নওগাঁ) স্বত্তাধিকারী মো. রফিকুল ইসলাম খান লাভলু সহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার্জশিটের অন্য জন হলেন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেডের প্রাক্তন সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) মো. আবুল বশর মজুমদার।

সোমবার দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক সরদার আবুল বাসার।

দুদক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম লাভলু ও আবুল বশর মজুমদার জালিয়াতির মাধ্যমে ৩ দশমিক ৩৭৫০ মিলিয়ন পিস সিগারেট স্ট্যাম্প/ব্যান্ডরোল উত্তোলন করে সম্পূরক শুল্ক ও মূসক মোট ৬ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকা রাজস্ব ফাঁকির দেয়। এ নিয়ে নওগাঁ মডলে থানায় ২০১৭ সালে ৫ অক্টোবরে মামলা করা হয়েছিল। মামলা ০৯। তদন্তকালে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়