News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১২, ২০ জানুয়ারি ২০২০
আপডেট: ১৭:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২০

১৯ সদস্যের প্রাথমিক টেস্ট দল ঘোষণা পাকিস্তানের

১৯ সদস্যের প্রাথমিক টেস্ট দল ঘোষণা পাকিস্তানের

আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য ১৯ সদস্যের প্রাথমিক টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে টেস্টকে সামনে রেখে পাকিস্তানের টেস্ট ক্যাম্প। ১৯ সদস্যের এই টেস্ট দলকে নেতৃত্ব দেবেন আজহার আলী।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডের ৩ জন আছেন প্রাথমিক এই টেস্ট স্কোয়াডে। এই তিন জন হলেন- বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। এই তিন জনকে ছাড়াই টেস্ট ক্যাম্প শুরু হলেও টি-টোয়েন্টি সিরিজ শেষে তাঁরা যোগ দেবেন ক্যাম্পে। টি-টোয়েন্টি সিরিজের পর ঘোষিত হবে চূড়ান্ত স্কোয়াড।

রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

পাকিস্তানের প্রাথমিক টেস্ট স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান (সিনিয়র), কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান খান শিনওয়ারি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়