মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করবে: মার্কিন রাষ্ট্রদূত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করবে।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে শেষে ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করবে। যা আমরা গত জাতীয় নির্বাচনে করেছি।
তারা নির্বাচনী পর্যবেক্ষক হন না, তারা মূলত কূটনৈতিক কোরের সদস্য হন। তারা নির্বাচনের দিন গণতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন।
রবার্ট মিলার বলেন, বাংলাদেশে ভোট প্রদানের হার প্রায়ই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। যা প্রশংসা করার মত। এটি বেশ আশাব্যাঞ্জক যে রাজনৈতিক দলের পক্ষগুলো তারা একে অপরকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছে। ফলে যেই জয় পাক না কেন, তিনিই পরবর্তী ঢাকার নেতা হবে। ঢাকার অধিবাসী হিসেবে এটি বেশ আশাব্যঞ্জক যা আমি নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি।
তিনি বলেন, আজ আমেরিকায় ছুটির দিন। কারণ আজ মার্টিন লুথার কিং ডে। গণতন্ত্রের ক্ষমতা এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মার্টিন লুথারের থেকে ভালো কেউ ভালো জানেন না। তাই আজ নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আলোচনা করতে এসেছি।
ইভিএম নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এখানকার কর্মকর্তারা আমাকে ইভিএম প্রক্রিয়ায় ভোটগ্রহণ নিয়ে ব্যাখ্যা করেছেন। এটি তারা ভোটারের কাছেও ব্যাখ্যা করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটারদেরও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, তারা যে প্রার্থীকেই ভোট দেন না কেন।
এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের পদ্ধতি দেখেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। নির্বাচন ভবনের চতুর্থ তলার ইলেকশন কন্ট্রোল রুমে ভোটের পদ্ধতি পর্যবেক্ষণ করেন তিনি।
এসময় মিলারকে ইভিএমের ভোটের প্রক্রিয়া দেখান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম, ইভিএম ব্যবহার শীর্ষক প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক (পিডি) লে. কর্নেল মো. কামাল উদ্দিন।
নিউজবাংলাদেশ.কম/এএস