News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২০, ১৯ জানুয়ারি ২০২০
আপডেট: ১৯:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২০

এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে এই পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।

রোববার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়। নতুন রুটিন অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় নির্বাচন কমিশনের অনুরোধে এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। ফেব্রুয়ারির ১ তারিখের পরিবর্তে ৩ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে।’

এর আগে সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন না করার দাবির মুখে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠককালে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা দুই দিন পেছানোর ঘোষণা দেয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/পিআর/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়