News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৪, ১৮ জানুয়ারি ২০২০
আপডেট: ১০:৪৬, ১২ জুন ২০২০

বলিউড অভিনেত্রী শাবানা আজমি সড়ক দুর্ঘটনায় আহত

বলিউড অভিনেত্রী শাবানা আজমি সড়ক দুর্ঘটনায় আহত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। তাকে ভারতের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ৩টায় মুম্বাই-পুনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অভিনেত্রীর গাড়ির। তার সঙ্গে গুরুতর আহত হন গাড়ির চালকও।

এনডিটিভির খবরে বলা হয়, বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সংঘর্ষের পরেই দুমড়ে যায় তার গাড়ি।

রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর বিশদে জানিয়েছেন, মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা ঘটে।

শাবানা আজমিকে উদ্ধার করে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল ছিল জাভেদ আখতারের ৭৫ তম জন্মদিন। বন্ধু এবং বলিউডের কাছের বেশ কিছু মানুষকে নিয়েই স্বামীর জন্মদিন সেলিব্রেট করছিলেন শাবানা। আর তারপরই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটলো। ঘটনার সময় জাভেদ আখতার ওই গাড়িতেই ছিলেন। তবে তিনি আহত হননি।

প্রসঙ্গত, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবানা আজমি। পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কারও। 'অঙ্কুর', 'অর্থ', 'মান্ডি'-র মতো ভিন্ন ধারার ছবিতে অভিনয় করেছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়