News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৮, ১৩ জানুয়ারি ২০২০
আপডেট: ১৬:১০, ১২ ফেব্রুয়ারি ২০২০

বিসিবি চাইলে অধিনায়কত্বও ছেড়ে দেব: মাশরাফি

বিসিবি চাইলে অধিনায়কত্বও ছেড়ে দেব: মাশরাফি

খেলোয়াড়ি জীবনে মুদ্রার দুই পিঠই দেখে ফেলেছেন মাশরাফি বিন মুর্ত্তজা। একবছর আগেও বাংলাদেশের ক্রিকেটে তিনি ছিলেন মহানায়ক। সেই মাশরাফি এখন বিসিবির চুক্তিতেও নেই! খোদ বিসিবি কর্তারাও ভাবতে পারতেন না। 

সংবাদকর্মী থেকে শুরু করে ভক্তদের কাছে মাশরাফি মানেই ছোট্ট এক টুকরো বাংলাদেশ। কিন্তু বছর ঘুরতেই সবার কাছে সেই মাশরাফি সবার কাছে অপাঙক্তেও হয়ে উঠলেন! তাকে বিদায় করতে পারলেই যেন সবাই হাফ ছেড়ে বাঁচে! 

সেই উদ্দেশ্য নিয়েই গত পরশু তাকে প্রশ্ন করা হলো, মাঠ থেকে ক্রিকেটকে বিদায় নিতে চান কিনা? আজ জানতে চাওয়া হলো অধিনায়কত্ব কবে ছাড়ছেন?

সোমবার বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে এলে তাকে এ প্রশ্ন করা হয়।

জবাবে তিনি বলেন, ‘আমি তো আগের দিনেই পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছি। নির্বাচকেরা যা ভালো মনে করবে তাই করবে। বিসিবি বললে অধিনায়কত্ব এখনই ছেড়ে দিব।’

তার কথা শেষ হতেই সংবাদ মাধ্যমের পাল্টা প্রশ্ন-বিসিবি কি বলছে সেটা প্রশ্ন না, আপনি কি ভাবছেন সেটাই প্রশ্ন। প্রত্তুতরে মাশরাফি বললেন, ‘আমার সিদ্ধান্ত আমার কাছেই থাকুক।’

আরেক সংবাদমাধ্যম কর্মী প্রশ্ন ছুঁড়লেন- আপনার অবসর নিয়ে কথা হচ্ছে, অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা হচ্ছে, এটা আপনি কখনো আঁচ করতে পেরেছেন? এসময় কিছুটা হতাশ স্বরে লাল সবুজের ওয়ানডে দলপতি বলে গেলেন, ‘এটাতো সবার ক্ষেত্রেই হবে। আজকে যারা সুপারস্টার ৫ বছর পরে তাদেরও এই অবস্থায় আসতেই হবে। এটাই জীবন।’

নিউজবাংলাদেশ.কম/এসএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়