News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ১৩ জানুয়ারি ২০২০
আপডেট: ০৪:১২, ১৩ এপ্রিল ২০২০

নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশি অফিসারদের ১০ দফা

নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশি অফিসারদের ১০ দফা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রশাসনের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক উন্নয়নে ১০ দফা পরিকল্পনা ঘোষণা করেছে ‘নিউ ইয়র্ক পুলিশ বিভাগে’ (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের সংগঠন ‘বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)।

শুক্রবার সন্ধ্যায় অঙ্গরাজ্যটির জ্যাকসন হাইটসের পালকি চায়নিজ সেকশনে এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনা উপস্থাপন করেন বাপার নবনির্বাচিত সভাপতি কারাম চৌধুরী।

তিনি জানান, পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য হলো- নিউ ইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশিদের অন্তর্ভুক্তিতে সহযোগিতা করা, রক্তদান কর্মসূচি, বাংলাদেশি কমিউনিটিতে সচেতনতামূলক কর্মসূচি, বিশেষ করে সন্ত্রাস দমনে কমিউনিটির ভূমিকা, টাউন হল মিটিয়ের মাধ্যমে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে তথ্য আদান-প্রদান এবং ফেডারেল, স্টেট ও সিটির চাকরিতে বাংলাদেশিদের সহযোগিতা দেওয়া।

বাপার প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ সুমনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রথম সহ সভাপতি এরশাদুর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এ কে এম আলম, কমিউনিটি লিয়াজো মাসুদ রহমান এবং ইভেন্ট কো অর্ডিনেটর শিকদার মামুন।

আয়োজকরা জানান, প্রায় ৪৮ হাজার সদস্যের এনওয়াইপিডিতে বাংলাদেশি-আমেরিকান রয়েছেন ৩০০ জন। ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসেবে রয়েছেন ৯০০ জন। তারাই ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের’ (বাপা) সদস্য।

২০১৫ সালে প্রতিষ্ঠিত বাপার নির্বাহী পরিষদের (২০২০-২০২১) কর্মকর্তারা শপথ নিয়েছেন একইদিন ভিন্ন এক ভেন্যুতে। শপথ করিয়েছেন সংগঠনের সাবেক সভাপতি শামসুল হক।

বাপার নতুন কর্মকর্তারা হলেন: সভাপতি কারাম চৌধুরী, প্রথম সহ সভাপতি এরশাদুর সিদ্দিকী, সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক একেএম আলম, কোষাধ্যক্ষ রাসেক মালিক, সহ কোষাধ্যক্ষ মেহেদী মামুন, ইভেন্ট কো অর্ডিনেটর শিকদার মামুন, মাহবুবুর জুয়েল, কমিউনিটি লিয়াজো মাসুদ রহমান, করেসপন্ডিং সেক্রেটারি সৈয়দ এনায়েত আলী এবং মিডিয়া লিয়াজো জামিল সারোয়ার জনি।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়