প্রায় বছর বিশেক আগে পাঁচ হাজার ডলার মার্কিন ডলার খরচ করে চীন থেকে একটি লিচু গাছ এনেছিলেন অস্ট্রেলিয়ান চাষি টিবি ডিক্সন। তারপর থেকেই গবেষণার শুরু। লক্ষ্য ছিলো বিচিহীন লিচুর উদ্ভাবন করা। সেই উদ্দেশ্যে চালাতে থাকেন পরীক্ষা নিরীক্ষা। অবশেষে দুই দশক পরিশ্রমের পর সাফল্য পেলেন কুইন্সল্যান্ডের এই চাষি। নতুন উদ্ভাবনের তালিকায় নাম লেখালো বিচিহীন লিচু।
ডিক্সন জানিয়েছেন তার উদ্ভাবিত লিচু বেশ সুস্বাদু এবং স্বাদ অনেকটা আনারসের মত।
প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে লিচু চাষ করছেন ডিক্সন। বিচিহীন লিচু উদ্ভাবনের আগেও তিনি বেশ কিছু নতুন প্রজাতির লিচুর উদ্ভাবন করেছেন। বাণিজ্যিক ভাবে উৎপাদনেও সেগুলো বেশ সফলতা পেয়েছে। এসবের পিছনে তিনি ব্যয় করেছেন অনেক সময় ও শ্রম।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডিক্সন জানান, যতদিন পর্যন্ত বিচিহীন লিচু উদ্ভাবন না হচ্ছিলো ততদিন পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে গেছেন। পর-পরাগায়নের মাধ্যমে ওই বিচিবিহীন লিচু উদ্ভাবন করেছেন তিনি। সফলতা পেয়ে তিনি খুব খুশি।
ডিক্সন বলেন, ‘এই লিচুর উৎপাদন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কয়েক বছরের মধ্যে আমরা বাণিজ্যিকভাবে এই লিচু উৎপাদন করব। এর আগে আমাদের নিশ্চিত হতে হবে, যেটি আপনি বিক্রি করবেন, সেটি যেন অত্যন্ত উৎপাদনশীল হয়।’