News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৮, ১৮ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৩:৩৮, ১ মার্চ ২০২০

কলকাতার বইমেলা বঙ্গবন্ধুর নামে

কলকাতার বইমেলা বঙ্গবন্ধুর নামে

আগামী ২৯ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতার ৪৪তম আন্তর্জাতিক বইমেলা। বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ ঘিরে ২০২১ সালের ৪৫তম আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

মঙ্গলবার বিকেলে কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলার ঘোষণা দিয়ে একথা জানান কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালের কলকাতা বইমেলায় বাংলাদেশ সহ ১১টি দেশ যোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে রাশিয়া, জাপান, হাঙ্গেরি, আর্জেন্টিনা, ফ্রান্স, ভিয়েতনাম, গুয়াতেমালা, ইংল্যান্ড, মেক্সিকো, পেরু, বাংলাদেশ উল্লেখযোগ্য। যোগ দিচ্ছে ভারতের ১৮টি রাজ্যের প্রকাশনা সংস্থা আর বাংলাদেশের ৩৬টি প্রকাশনা সংস্থা।

১৯৭৬ সালে কলকাতায় বইমেলা শুরু হয়। এবারেও বইমেলা বসবে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে। এবারের বইমেলার থিম কান্ট্রি রাশিয়া। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে রাশিয়া দেশের আবহে সেজে উঠবে এবারে বইমেলা। একইসঙ্গে পালন করা হবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকী । বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের সব মিলিয়ে প্রকাশনা সংস্থা থাকছে ৮০০টি। বইমেলায় ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সাহিত্য উৎসব। থাকছে লিটল ম্যাগাজিনের স্টল। দুপুর ১২ থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে মেলা প্রাঙ্গন। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এবারের ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রতিবারের মতো বাংলাদেশ অংশ নেবে। তবে বইমেলায় বাংলাদেশ প্যাভেলিয়নের থিম এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু বছরভর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন হবে, সেহেতু বঙ্গবন্ধুর কোনো বিষয়ের ওপর বাংলাদেশ প্যাভেলিয়নের নামকরণ হবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত রাশিয়ার কনস্যুলেট জেনারেল অ্যালেক্সি ইদামকিন, ডেপুটি কনসাল জেনারেল মিখাইল হোসেন সহ গিল্ডের কর্মকর্তারা। ৪৪ তম বইমেলার লোগো উদ্বোধন করেন তারা।

আয়োজক সংস্থার দাবি, গতবছর বইমেলায় ২৪ লাখ বইপ্রেমী হাজির হয়েছিলেন এবং ২১ কোটি রুপিরও বেশি বই বিক্রি হয়েছিল। এবারের বইমেলায় আরও বেশি মানুষের আগমন ঘটবে বলে আশাবাদী পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/এএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়