News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫০, ১২ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০১:৫২, ১ মার্চ ২০২০

দীপু হাজরার পরিচালনায় রাজাকার হলেন সুজিত বিশ্বাস

দীপু হাজরার পরিচালনায় রাজাকার হলেন সুজিত বিশ্বাস

সুজিত বিশ্বাস মিডিয়া পাড়ায় এক পরিচিত নাম। শুরু থেকে স্বাবলীল স্বাবলীল অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন।

চ্যানেল আইয়ের বিজয় দিবসের আনুষ্ঠানমালায় শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘সেই আমি’। নাটকটি লিখেছেন ড.মইনুল খান। পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা। এই নাটকে একটি রাজাকারের দলের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুজিত বিশ্বাস।

অভিনেতা সুজিত বিশ্বাস কুষ্টিয়া ‘বোধন’ থিয়েটারে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে নাটক পরিচালনার পাশাপশি শুরু থেকেই অভিনয়টাও ভালোভাবেই করে চলছেন। বরেণ্য নাট্যপরিচালক ও অভিনেতা মামুনুর রশীদের হাত ধরে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। গুণী এই পরিচালকের সে সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘কোন এক কাক ডাকা ভোরে’ প্রথম অভিনয় করেন। তারপর আরেক গুণী নির্মাতা সালাহউদ্দিন লাভলুর সঙ্গে দীর্ঘদিন সহকারী হিসেবে কাজ করেন। পাশাপাশি সালাহউদ্দিন লাভলুর বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের নজরে আসেন। তার অভিনীত নাটকগুলো সালাহউদ্দিন লাভলুর হারকিপটে, খড়কুটা, লাঠি, কথা দিল্যেম তো। মিলন ভট্টাচার্যের জরুরি বিবাহ, মেজাজ ৪৯২, তিন প্রেমিক। সৈয়দ শাকিলের ‘সম্রাট’ তাইফুর জাহান আশিকের’ আজমলের ডবল বউ। বর্তমানে বেশকিছু ধারাবাহিক ও একক নাটক প্রচারের অপেক্ষায়। 

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়