News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৭, ১১ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৯:১৯, ৩ এপ্রিল ২০২০

ভ্যাট আদায়ে হয়রানি করলে আমাকে জানাবেন, ব্যবস্থা নেবো: অর্থমন্ত্রী

ভ্যাট আদায়ে হয়রানি করলে আমাকে জানাবেন, ব্যবস্থা নেবো: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, “কেউ যদি আপনাদের ভ্যাট আদায়ে হয়রানি করে তাহলে দয়া করে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব।”

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯’ উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মাননা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে নয়টি ও জেলা পর্যায়ে ২৫টি সম্মাননা পুরস্কার দেয়া হয়।

কাউকে হয়রানি করে বা চাপিয়ে দিয়ে ভ্যাট আদায় করা হবে না এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “আমরা কারো উপরে কিছু চাপিয়ে দিতে চাই না। কেউ যদি আপনাদের ভ্যাট আদায়ে হয়রানি করে তাহলে দয়া করে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব। আমার দরজা সব সময় খোলা রয়েছে আপনাদের জন্য।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের প্রচুর মানুষ রয়েছেন, যাদের আর্থিক অবস্থা অনেক ভালো। তাই আমি বলব, যাদের দেয়ার সুযোগ আছে যাদের অবস্থা ভালো, তারা ভ্যাট প্রদান করুন। আপনাদের এই ভ্যাটের টাকা দিয়েই আমাদের দেশের দরিদ্র জনগণকে সাহায্য করা হয়।”

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়