বরিশালের বানারীপাড়ায় এক কুয়েত প্রবাসীর বাড়ি থেকে মাসহ তিন নিকটাত্মীয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- প্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম (৬৫), তার ভগ্নিপতি সামসুল আলম সফিক (৬০), খালাতো ভাই মো. ইউসুফের (২২)। এর মধ্যে মরিয়মের লাশ পড়েছিল ঘরের বেলকনিতে, ভগ্নিপতি আলমের মরদেহ অন্য ঘরে এবং পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফের মরদেহ পাওয়া যায় বলে জানায় পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আবদুর রবের বৃদ্ধ মা মরিয়মসহ ওই তিনজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর একতলা বাড়িতে ঢুকে তাদের হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ঘরের বেলকনি থেকে বৃদ্ধ মায়ের মরদেহ এবং একটি কক্ষ থেকে আবদুর রবের ভগ্নিপতির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও রবের খালাতো ভাইয়ের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী ইসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে তিনি কিছু জানেন না বলে পুলিশকে জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয় সাংসদ শাহে আলম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।