News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৫, ৫ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

চিশতির শ্যালক কামাল গ্রেপ্তার

চিশতির শ্যালক কামাল গ্রেপ্তার

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দি ফারমার্স ব্যাংকের ( পদ্মা ব্যাংক) কেলেঙ্কারির অন্যতম হোতা ও পদ্মা ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির শ্যালক মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার শান্তিনগর এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল তাকে গ্রেপ্তার করে। এর আগে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।

মামলায় মোস্তফা কামালের বিরুদ্ধে ৮৪ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জন ও ২ কোটি ৫২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 

চিশতির অবৈধ সম্পদের বেশিরভাগই তার নামে বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

ঋণ কেলেঙ্কারি ও অর্থ আত্মসাতে অভিযোগে চিশতির বিরুদ্ধে অন্তত অর্ধ-ডজন মামলার তদন্ত চলমান রয়েছে।

নিউজবাংলাদেশ/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়