News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ৫ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৯:৪৭, ১ মার্চ ২০২০

আমি খুব বেশি পেঁয়াজ খাই না: সংসদে ভারতের অর্থমন্ত্রী

আমি খুব বেশি পেঁয়াজ খাই না: সংসদে ভারতের অর্থমন্ত্রী

পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাদেশের পর এবার ভারতের সরকারও বিব্রতকর অবস্থায় পড়েছে। দেশটির সংসদে (লোকসভা) বুধবার আলোচনার বিষয় ছিল পেঁয়াজ। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের গলায় শোনা গেল কৌতুকের সুর। খবর এনডিটিভির।

তিনি খানিকটা মজা করেই বলেন, পেঁয়াজের দামবৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু তাতে তার ব্যক্তিগত জীবনে খুব একটা সমস্যা নেই। কারণ তার পরিবার পেঁয়াজ-রসুন দিয়ে রান্না করা খাবার খুব একটা পছন্দ করে না।

সীতারমন জানান, আমি খুব বেশি পেঁয়াজ-রসুন খাই না...। তাই চিন্তার কোনো কারণ নেই। আমি এমন পরিবারের মানুষ, যেখানে পেঁয়াজ নিয়ে লোকজনদের খুব বেশি মাথাব্যথা নেই।

ভারতের বাজারেও পেঁয়াজ অগ্নিমূল্য, বলতে গেলে তা এখন মধ্যবিত্তদের হাতের বাইরে। বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কথা পর্যন্ত ভাবতে হচ্ছে ভারত সরকারকে।

এ রকম সংকটময় পরিস্থিতিতে অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্য শুনে উপস্থিত সাংসদরা হেসে ওঠেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়