News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৪, ৩০ নভেম্বর ২০১৯
আপডেট: ১৩:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সাংবাদিক হত্যার জেরে বেকায়দায় মাল্টার প্রধানমন্ত্রী

সাংবাদিক হত্যার জেরে বেকায়দায় মাল্টার প্রধানমন্ত্রী

দুই বছর আগে এক সাংবাদিককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে অচলাবস্থা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে পদত্যাগের চিন্তা করছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কট। ইতোমধ্যে মাস্কট তার ঘনিষ্ঠজনদের কাছে এ চিন্তার কথা বলেছেন। খবর ‘রয়টার্স’।

এ বিষয়ে জোসেফ মাস্কটের এক মুখপাত্র শুক্রবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের বলেন, আগামী রবিবার (১ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মাস্কটের। তবে তার নির্দেশেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। রাজনৈতিক ও আইনি সংকট ক্রমশ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী জোসেফ মাস্কট এখন বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। 

২০১৭ সালের ১৬ অক্টোবর পেশাগত দায়িত্ব পালনকালে গাড়ি বোমা হামলায় নিহত হন সাংবাদিক কারুয়ানা গালিজিয়া। সাংবাদিকরা শুরু থেকেই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছেন।

তবে সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে যে, তারা মামলার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

সাংবাদিক কারুয়ানা গালিজিয়ার পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রী জোসেফ মাস্কটের ঘনিষ্ঠজনদের সম্পৃক্ততা রয়েছে। এ কারণেই মামলার তদন্তকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়