News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২১, ৩০ নভেম্বর ২০১৯
আপডেট: ০৬:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত

সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মধ্যে এক জন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী ও মুন্সিপাড়া এলাকার সোহাগ হত্যা মামলার আসামি। 

শনিবার ভোরে শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শহরের মুন্সিপাড়া এলাকার মইনুল ইসলামের ছেলে মামুনুর ইসলাম দীপ কালিগঞ্জের সাইহাটি গ্রামের সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান  বলেন, “মামুনুর ইসলাম দীপ ও সাইফুল ইসলাম চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। কালিগঞ্জের জনৈক ব্যক্তির ২৬ লাখ টাকা ছিনতাইসহ একাধিক হত্যা মামলার আসামি তারা।”

তাদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় হত্যাসহ একাধিক মামলা থাকর কথাও জানিয়েছে পুলিশ।

তিনি আরো জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও কালিগঞ্জ থানা পুলিশ দীপ ও সাইফুলকে গ্রেপ্তার করে মধ্য রাতে তাদের স্বীকারোক্তি মতে অস্ত্র উদ্ধারে কামালনগর এলাকায় যায়। পুলিশ তাদেরকে নিয়ে ওই এলাকায় পৌঁছালে তাদের সহযোগীরা তাদেরকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় দীপ ও সাইফুল। তাদেরকে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। নিহতরা ছাত্রলীগের কর্মী ছিল বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়