News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ১৯ নভেম্বর ২০১৯
আপডেট: ২১:২১, ১৯ নভেম্বর ২০১৯

৩০ মামলার আসামি ‘পটেটো রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার

৩০ মামলার আসামি ‘পটেটো রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীতে হত্যা ও চাঁদাবাজির অভিযোগে ৩০ মামলার পলাতক আসামি রুবেল হোসেন ওরফে ‘পটেটো রুবেল’কে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে দারুস সালাম থানার কলোনিপাড়া থেকে তাকে আটক করে র‌্যাব-৪। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দারুস সালাম থানা এলাকার কলোনিপাড়ায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, এক রাউন্ড রাবার বুলেট এবং ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রুবেল র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান যে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ছাড়াও অন্যান্য জেলায় অস্ত্র ও মাদক ব্যবসা এবং চাঁদাবাজি করে আসছিলেন।

তার বিরুদ্ধে রাজধানীসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, রাহাজানি, বিস্ফোরক, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন অপরাধের ৩০টি মামলা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়