News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৯, ১৯ নভেম্বর ২০১৯
আপডেট: ১৪:২২, ১২ ফেব্রুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট স্টোরে গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট স্টোরে গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ওয়ালমার্ট স্টোরে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওকলাহোমার ডানক্যানে ওয়ালমার্টের ওই দোকানে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

‘ইউএসএ টুডে’ পত্রিকা ডানক্যান পুলিশ প্রধান ড্যানি ফোর্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দোকানের বাইরে একটি গাড়িতে দুইজন গুলিতে নিহত হয়েছে এবং তৃতীয় ব্যক্তি নিহত হয়েছে একটি পার্কিং এলাকায়।

বন্দুকধারীর ভাগ্যে কি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। তবে নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে দ্য ডানক্যান ব্যানার পত্রিকা।

এ ঘটনার পর শহরের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে বলে জানানো হয়েছে খবরে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়