মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রির আহবান মেয়র খোকনের
আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, প্রত্যেকেরই সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ব্যবসায়ীদের এই দায় আরো বেশি। সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ব্যবসায়ীদের কাছে এ অনুরোধ রাখেন মেয়র।
সোমবার নগর ভবনে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে মেয়র সাঈদ খোকন ট্রেড লাইসেন্সের সঙ্গে উৎসে কর কমানোর বিষয়টি বিবেচনার জন্য রাজস্ব বোর্ডকে আহ্বান জানাবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠানো হবে বলে জানান মেয়র।
ব্যবসা-বাণিজ্যকে একটি শহরের প্রাণের স্পন্দন হিসেবে উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেন, বর্তমান সরকার অত্যন্ত ব্যবসাবান্ধব সরকার। সরকার চায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটুক। তাই ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিয়ে মেয়র বলেন, ব্যবসায়ীদের মার্কেটের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মার্কেট ফেডারেশনের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সহ-সভাপতি এম এ মান্নান, হুমায়ুন কবীর মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
নিউজবাংলাদেশ.কম/পিআর