News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৯, ১৭ নভেম্বর ২০১৯
আপডেট: ১৬:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২০

জাতির শত্রু মানিলন্ডারিং প্রতিরোধ করতে হবে: অর্থমন্ত্রী

জাতির শত্রু  মানিলন্ডারিং প্রতিরোধ করতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানিলন্ডারিং জাতির শত্রু। ভবিষ্যৎ প্রজন্মের সোনালী ভবিষ্যতের জন্য এটা প্রতিরোধ করতে হবে।

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেরিরিজম-২০১৯-২০২১” শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, মানিলন্ডারিংয়ের মাধ্যমে এক দিকে যেমন অর্থনীতির ধ্বংস হয়, অন্যদিকে এটি মানবতার হুমকি স্বরূপ। কারণ মানিলন্ডারিংয়ের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। এর থেকে দেশকে মুক্ত করতে হবে।

এ কোনো একক দেশের সমস্যা নয়, এগুলো বৈশ্বিক সমস্যা। কোনো একক দেশ এই সমস্যা সমাধান করতে পারবে না। তাই সবাইকে সম্মিলিতভাবে এ সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে বলেন অর্থমন্ত্রী।

আরও বলেন, উন্নত প্রযুক্তির কারণে এই সমস্যা আরও দূরহ হয়ে উঠছে। তাই মানিলন্ডারিং সমস্যা মোকাবিলা করতে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়