artk
শনিবার, ডিসেম্বার ৭, ২০১৯ ২:৩৯   |  ২৩,অগ্রহায়ণ ১৪২৬

কুমিল্লা সংবাদদাতা

শনিবার, নভেম্বার ১৬, ২০১৯ ৭:০১

বিয়ের উপহারে পেঁয়াজ!

media

নিত্যদিনের বাজারদরে আলোচনায় এখন পেঁয়াজ। একদিনের ব্যবধানে শনিবার প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫০ টাকা থেকে কমে ২০০ টাকা হলেও আলোচনায় রয়েছে মসলা জাতীয় এ পণ্যটি। অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে জাতীয় সংসদে নেতা-মন্ত্রীদের মুখেও এখন পেঁয়াজের কথা।

নিত্যদিনের বাজারদরে আলোচনায় এখন পেঁয়াজ। একদিনের ব্যবধানে শনিবার প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫০ টাকা থেকে কমে ২০০ টাকা হলেও আলোচনায় রয়েছে মসলা জাতীয় এ পণ্যটি। অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে জাতীয় সংসদে নেতা-মন্ত্রীদের মুখেও এখন পেঁয়াজের কথা।

এবার এই পোঁয়াজের প্রভাব পড়েছে বিয়ে বাড়িতেও। গত ৮ নভেম্বর শুক্রবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালকারপাড় গ্রামে হাজী আবদুর রহিম মিয়ার ছেলে এমদাদুল হক রিপনের বিয়ে অনুষ্ঠিত হয়। এর পরদিন শনিবার বৌভাত অনুষ্ঠান হয় রিপনের বাড়িতে। এই অনুষ্ঠানে বরের বন্ধুরা উপহার হিসেবে দেন ‘পেঁয়াজ’। র‌্যাপিং পেপারে মুড়িয়ে উপহার হিসেবে পাঁচ কেজি পেঁয়াজ দেন তারা। এ নিয়ে এলাকায় বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।

গত ১৫ নভেম্বর শুক্রবার সামাজিক মাধ্যমে বিয়েতে পেঁয়াজ উপহারের এমন ছবি ভাইরাল হয়। পরে খবর নিলে এ তথ্যের সত্যতা পাওয়া যায়।

পেঁয়াজ উপহার দেয়া তিন বন্ধু শাহজাহান, শিপন ও শাহিদ জানান, তারা ২০০ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ কিনে উপহার হিসেবে দিয়েছেন। পেঁয়াজের বাজারে চলমান অস্থিরতাই তাদের এমন কিছু করতে উৎসাহিত করেছে। তাদের মতে, পণ্যটি বন্ধুর নতুন সংসারে বেশ কাজে লাগবে। পেঁয়াজের চড়া দামে এমন উপহার দেওয়াকে নিজেদের 'প্রতিবাদ' বলেও জানান তারা।

বর এমদাদুল হক রিপন বৌভাত অনুষ্ঠানে বন্ধুদের এমন উপহার পেয়ে বেশ উল্লসিত। তার কাছে ব্যতিক্রমী মনে হয়েছে এ ঘটনা। উপহারের এ পেঁয়াজ কি করেছেন- এমন প্রশ্নের জবাবে বর বলেন, রান্নায় কাজে লাগিয়েছি। 

 

 

 

 

এসএ গেমসে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ হৃৎদপিণ্ড বন্ধ হওয়ার ৬ ঘণ্টা পর বেঁচে উঠলেন এক নারী খালেদার মুক্তির দাবিতে রোববার বিএনপির বিক্ষোভ বাংলায়ও রায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর পেট্রোবাংলা ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীর বাড়িতে ৩ লাশ ডিসেম্বরের শেষ সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহ কাশ্মীরের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল অভিশংসনের দ্বারপ্রান্তে ট্রাম্প মুন্সিগঞ্জে লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২০ বাংলাদেশের ১৭ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে গণস্বাক্ষর শনিবার বাঁশখালীতে জেলের জালে বিশাল হোয়েল শার্ক! সিলেট আ.লীগের নেতৃত্ব হারালেন কামরান পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা মেধাবী: তথ্যমন্ত্রী ধর্মঘটে অচল অবস্থা বিরাজ করছে ফ্রান্সে চট্টগ্রামে এবার থানায় বিক্রি হবে পেঁয়াজ ভারতের অবদান ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী শিকাগোর অফিস-আদালতে বাংলা ভাষা! খালেদার স্বাস্থ্য বিষয়ে নিরপেক্ষ প্রতিবেদন নিয়ে ফখরুলের সংশয় ১৭ জেলেকে আটক করেছে মিয়ানমার উল্টোপথের বাসের চাকায় পিষ্ট পথচারী অবশেষে বিয়ের পিঁড়িতে মিথিলা-সৃজিত রুম্পার মৃত্যুর ধোঁয়াশা কাটেনি ১ জন ছাড়া অন্য যেকোনো পদে পরিবর্তন: কাদের আপিল বিভাগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: মন্ত্রী বীরত্বে পদক পাচ্ছেন ডিজিসহ বিজিবির ৬০ সদস্য আইএস এর সেই টুপি খুঁজে পাচ্ছে না পুলিশ নামাজ পড়লে সুস্থ থাকা যায়: মার্কিন গবেষণা মৌলভীবাজারে ৪শ একর জমিতে কমলার চাষ