মেলার প্রথম দিনেই আয়কর আদায় ৩২৩ কোটি টাকা
দশম আয়কর মেলার প্রথম দিনে আয়কর আদায় হয়েছে ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা। বৃহস্পতিবার আয়কর মেলা শেষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ঘোষণা দেয়।
তারা জানান, মেলার এদিনে রিটার্ন দাখিল ৬৩ হাজার ২৭২টি। সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৩৫ হাজার ৭৫৮ জন। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন ৪ হাজার ৩৬৬ জন।
সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর এ স্লোগান নিয়ে শুরু হয়েছে দশমবারের মতো আয়োজিত আয়কর মেলা-২০১৯। এবারে রাজধানীসহ আটটি বিভাগীয় শহর, ৬৪ জেলা ও ৫৬টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা। রাজধানীতে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর মেলা অনুষ্ঠিত হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর








