কক্সবাজারের টেকনাফে আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অপহরণকারী চক্রের সশস্ত্র সদস্য, মানবপাচারকারী, একাধিক মামলার আসামি রোহিঙ্গা ডাকাত মাহমুদুল হাসান নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় আটকের পর হাসানকে নিয়ে গভীর রাতে পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ৩ জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল হতে ১টি বিদেশী পিস্তল ও বুলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
নিহত মাহমুদুল হাসান (৩৭) নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মৃত বাকের আহমদের ছেলে।
টেকনাফ থানা সূত্র জানায়, বুধবার সন্ধ্যার দিকে আটক হাসানকে নিয়ে ১৪ নভেম্বর রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানা পুলিশ শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সশস্ত্র রোহিঙ্গা ডাকাত এবং পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশ কনস্টেবল মিঠুন, শাহীন ও হাবিব আহত হয়।
এ ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।