ঐতিহ্যবাহী থাই খাবারের বিচিত্র সমাহার নিয়ে রাজধানীর গুলশানে পাঁচ তারকার হোটেল আমারি ঢাকার ‘আমায়া ফুড গ্যালারিতে’ শুরু হচ্ছে ‘থাই ফুড ফেস্টিভাল’।
ঐতিহ্যবাহী থাই খাবারের বিচিত্র সমাহার নিয়ে রাজধানীর গুলশানে পাঁচ তারকার হোটেল আমারি ঢাকার ‘আমায়া ফুড গ্যালারিতে’ শুরু হচ্ছে ‘থাই ফুড ফেস্টিভাল’।
ঐতিহ্যবাহী থাই খাবারের বিচিত্র সমাহার নিয়ে রাজধানীর গুলশানে পাঁচ তারকার হোটেল আমারি ঢাকার ‘আমায়া ফুড গ্যালারিতে’ শুরু হচ্ছে ‘থাই ফুড ফেস্টিভাল’।
এই আয়োজনে আমারি ঢাকার সঙ্গে থাকছে- থাই এয়ারওয়েজ, ব্রিজ স্পা, ইস্টার্ন ব্যাংক, পেপসি, রেডিও ফূর্তি, আর্টিসান।
থাই ফুড ফেস্টিভালটি চলবে নভেম্বরের ২১ তারিখ থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
আমায়া ফুড গ্যালারিতে অতিথিদের আপ্যায়ন করার জন্য রয়েছেন থাইল্যান্ড থেকে আগত থাই শেফ নং।
থাই খাবারের সমারোহ নিয়ে আমারি ঢাকায় পুরো ফেস্টিভ্যাল জুরে থাকছে- টম ইয়াম প্রন, পেনইং চিকেন কারি, বাটারফ্লাই প্রন, ল্যাম্ব রেং ডেঙ সাবি, নাসি গড়েন, সাগু উইথ কক্নুট ক্রিম, টোফু সাতে, মাস্যামুন চিকেন কারি, পাঃগুম, পান ড্যাং স্টিকি রাইস ম্যাংগো, টম খা গাই, বিখ্যাত প্যাড থাই, সি ফুড ভ্যারাইটিজ এবং আরও অনেক আকর্ষণীয় খাবার।
ফেস্টিভালে থাই এয়ারওয়েজ এর সৌজন্যে অতিথিরা পাচ্ছেন- ঢাকা ব্যাংকক-ঢাকা কাপল রিটার্ন এয়ার টিকেট জিতে নেয়ার সুযোগ।
এছাড়াও প্রতিদিন অতিথিরা পাচ্ছেন থাই ব্রিজ স্পা কুপন, আর্টিসান এর সৌজন্যে স্পেশাল ক্যাশ ভাউচার, পেপসি’র সৌজন্যে স্পেশাল কমপ্লিমেন্টারি বেভারেজস। স্পেশাল রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও ফূর্তি।
বিশেষ এই ফুড ফেস্টিভালে বুফে উপভোগ করতে পারেন জন প্রতি মাত্র ৪৫০০ টাকায়।
বিস্তারিত জানতে কথা বলতে পারেন- ০১৭৭৭৭৯৬৪৪৪, ০১৭৭৭৭১৯৩৯৭ নাম্বারে।