News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ১২ নভেম্বর ২০১৯
আপডেট: ২১:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২০

অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরলেন মোসাদ্দেক

অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরলেন মোসাদ্দেক

মোসাদ্দেক হোসেন। প্রথম টেস্ট খেলতে পুরো দল ইন্দোরে পৌঁছালেও গতকাল আচমকা দেশে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। প্রথমে বিস্তারিত জানা যায়নি তার দেশে ফেরার কারণ। নিজের অফিসিলিয়াল ফেসবুকে আজ এর বিস্তারিত জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। ঠিকমতো লিভার কাজ করছে না মোসাদ্দেকের মায়ের। জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যব্যস্থা করতেই মোসাদ্দেকের তাই দেশে ফেরা।

পরিস্থিতি এতই গুরুতর যে এখন জরুরি ভিত্তিতে অপারেশন করাতে হবে তার মায়ের। গুরুতর সেই পরিস্থিতির কথা আবেগঘন স্ট্যাটাসে জানিয়েছেন মোসাদ্দেক। অসুস্থ মায়ের চিকিৎসার একটি ছবি পোস্ট করে মোসাদ্দেক লিখেছেন, ‘আশা করছি সবাই এখন বুঝতে পারছে কেন আমি ভারত থেকে চলে এসেছি। আমার মায়ের লিভার ঠিকমতো কাজ করছে না। জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন।’

মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে মোসাদ্দেক আরও লিখেছেন, ‘সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। ক্রিকেট আর বাংলাদেশ দল সব সবই আমার জীবনের অংশ। সব শুভাকাঙ্ক্ষিদের জন্য ভালোবাসা।’

প্রথম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। এখন জরুরি এই অবস্থায় মায়ের কাছে থাকাটাই জরুরি মনে করছেন মোসাদ্দেক। যোগাযোগ করা হলে মোসাদ্দেক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হুট করে মায়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেলো। লিভারের সমস্যা আগে থেকেই ছিল। এখন সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। তাই ফিরে আসতে হলো। সবাই দোয়া করবেন। আমার বাবা নেই, মাইতো সব।’

দ্বিতীয় টেস্টেও তার ফেরার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেছেন, ‘খেলা ছাড়া থাকাতো কঠিন। এই মুহূর্তে মায়ের কাছে থাকাই বেশি জরুরি মনে করছি। পরের টেস্টে থাকবো কি থাকবো না, সেটা নিয়ে ভাবছি না।’

 

নিউজবাংলাদেশ.কম/এএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়