গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুখময় বাইন ওরফে চইন্ঠা বাইনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুখময় বাইন ওরফে চইন্ঠা বাইনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুখময় বাইন ওরফে চইন্ঠা বাইনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতণ দমন আইনে দায়ের করা মামলায় সুখময় বাইনসহ চারজনকে আসামি করেছেন নির্যাতিত ওই নারী।
মামলার বিবরণে জানা গেছে, প্রেমের সম্পর্কের সুবাদে বুধবার রাতে মোবাইল ফোনে সুখময় বাইন নিজ বাড়িতে ডেকে নেন ওই নারীকে। কিছু সময় পর তাকে কু-প্রস্তাব দিলে তিনি রাজি না হওয়ায় সুখময় ওই নারীকে মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে তার চিৎকার শুনে প্রতিবেশী বিধান বাইন (৩০), বিকাশ বাইন (৩২) ও বিবেক বাইন (৫০) এসে ওই নারীকেই মারধর করেন। তাদের সহায়তায় সুখময় বাইন পালিয়ে যান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম এনামুল কবির বলেন, আমরা মামলা গ্রহণ করেছি। এখন এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।