News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৬, ২৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১০:১২, ১ ফেব্রুয়ারি ২০২০

এফআর টাওয়ারের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

এফআর টাওয়ারের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর বনানীর এফআর টাওয়ারকে ১৫ তলা পর্যন্ত নির্মাণে ইমারত বিধিমালা লঙ্ঘন এবং নকশা জালিয়াতির মাধ্যমে ১৮ তলা পর্যন্ত বাড়ানোর  অভিযোগে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, চার্জশিটে এফআর টাওয়ার ভবনের এস এম এইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ পাঁচ জনকে আসামি করা হয়। বাকিরা হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেম, সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান ও সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।

এফআর টাওয়ারটির ১৮ তলার নকশা অনুমোদন করা হয়েছিল বিধি লঙ্ঘন করে। এরপরও আরো পাঁচটি ফ্লোর নির্মাণের নকশাকে বৈধতা দিতে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হয়। 

এর আগে গত ২৫ জুন উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  গত ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হওয়ার পর ভবন নির্মাণে অনিয়মের নানা বিষয় বেরিয়ে আসতে থাকে।

কামাল আতাতুর্ক অ‌্যাভিনিউয়ে ওই ভবনের জমির মূল মালিক ছিলেন প্রকৌশলী এস এম এইচ আই ফারুক। অংশীদারিত্বের ভিত্তিতে ভবনটি নির্মাণ করে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড। সে কারণে সংক্ষেপে ভবনের নাম হয় এফআর টাওয়ার।

এছাড়া দুদক রাজউকের ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারকে ১৯ তলা থেকে বাড়িয়ে ২৩ তলা করা, উপরের ফ্লোরগুলো বন্ধক দেয়া ও বিক্রি করার অভিযোগে অপর একটি মামলায় ২০ জনকে আসামি করা হয়। এফআর টাওয়ারের মালিক এস এম এইচ আই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, এফ আর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি কাসেম ড্রাইসেলের এমডি তাসভীর-উল- ইসলামের নাম রয়েছে এ মামলার আসামির তালিকায়।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়