News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৫, ২৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১২:১২, ৬ ফেব্রুয়ারি ২০২০

খালেদার মুক্তির দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেয়ার আহ্বান

খালেদার মুক্তির দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেয়ার আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার দুপুর ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির নীতিনির্ধারকদের এ আহ্বান জানান তারা।

আলোচনা সভা উপলক্ষে দুপুর ২টা থেকে রাজধানীর বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির স্থায়ী কমিটির সাদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন আহসান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। 

নিউজবাংলাদেশ.কম/কেএইচ/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়