News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৯, ২৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১৮:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ফরিদপুরে গাড়িচাপায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত

ফরিদপুরে গাড়িচাপায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত

ফরিদপুরে গাড়ি চাপা পড়ে হাফিজুর রহমান (৫০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান মাদারীপুর জেলার ঘটকের চর এলাকার মৃত সিরাজ মোল্লার পুত্র। তিনি কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী পারভিন আক্তার বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের একজন ছেলে সন্তান ও একজন মেয়ে সন্তান আছে।

হাফিজুরের স্ত্রী পারভিন আক্তার জানান, প্রতিদিনের মত মঙ্গলবার সকাল ৯টায় হাফিজুর রহমান মোটরসাইকেল নিয়ে কানাইপুরে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন। পথে মল্লিকপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সাফুর আহমেদ জানান, স্থানীয় লোকজন খবর দিলে মল্লিকপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে হাফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়