News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৮, ২৮ অক্টোবর ২০১৯
আপডেট: ১৬:১৭, ২২ অক্টোবর ২০২০

দুর্বল কোম্পানি বন্ধে ডিএসইর রিভিউ টিম

দুর্বল কোম্পানি বন্ধে ডিএসইর রিভিউ টিম

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফাকঁফোকড়ে দূর্বল কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বন্ধের লক্ষে রিভিউ টিম গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ টিমের কাজ হবে পুঁজিবাজারের উন্নয়ন স্বার্থে ভাল, স্বচ্ছ, মানসম্মতসহ সুনামি কোম্পানির তালিকাভূক্ত ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বিশেষ সহায়তা করা। 

সোমবার পরিচালনা পর্ষদ সভায় ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে। 

রিভিউ টিমের অন্য সদস্যরা হলেন ডিএসইর পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, মিনহাজ মান্নান ইমন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী। এছাড়া কমিটির সদস্য সচিব করা হয়েছে লিস্টিং বিভাগের প্রধানকে।

এ বিষয়ে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, প্রসপেক্টাস রিভিউয়ের ক্ষেত্রে প্রয়োজনে এই টিম স্বশরীরে কোম্পানি পরিদর্শন করবে। এবং তথ্য যাচাই বাছায় করবে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে করা হবে।

একই প্রসঙ্গে পরিচালক মিনহাজ ইমন বলেন, ডিএসইর এ টিম আইপিওর প্রসপেক্টাসে তথ্যর সত্যাতা যাচাই করবে। সমস্যা দেখা দিলে তার যৌক্তিক আলোচনা মাধ্যমে সমধান করবে। যাতে আইপিওর ফাকঁফোকড়ে অস্বচ্ছ ও দুর্বল কোম্পানি পুঁজিবাজারে চলে না আসে। 

জানা যায়, প্রসপেক্টাস রিভিউ করার জন্য বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান ও আর্থিক বিশ্লেষক এমন ১০-১৫ জনকে নিয়ে একটি টিম গঠন করা হবে। যাদের মধ্য থেকে প্রত্যেকটি আইপিওর প্রসপেক্টাস যাছাই করার জন্য এই টিমের সঙ্গে ২-৩ জনকে যুক্ত করা হবে। অর্থাৎ কমিটির ৫ জন ও ১০-১৫ জনের টিম থেকে ২-৩ জন নিয়ে একটি গঠিত ৭-৮ জনের টিম প্রসপেক্টাস যাচাই-বাছাই করবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়