News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৯, ২৮ অক্টোবর ২০১৯
আপডেট: ০১:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২০

২০২০ সালে সাধারণ ছুটি ২২ দিন

২০২০ সালে সাধারণ ছুটি ২২ দিন

২০২০ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে আট দিনসহ মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। ২০২০ সালের ছুটির এই তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছুটির তালিকার কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২২ দিন সরকারি ছুটির মধ্যে সাপ্তাহিক শুক্রবার ও শনিবার পড়েছে আট দিন। মূলত ১৪ দিন ছুটি ভোগ করতে পারবেন কর্মকর্তা-কর্মচারীরা। 

এ ছাড়াও মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ছুটি পাঁচ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আট দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য আট দিন ও বৌদ্ধ ধর্মবলম্বীদের জন্য পাঁচ দিন ঐচ্ছিক ছুটি থাকবে। এর বাইরে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের জন্য বৈসাবী উৎসবের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

সচিব বলেন, আজকের মন্ত্রিসভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন নামে একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনসহ আইন দ্বারা নির্দিষ্ট এলাকা নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে। এর জন্য ২২ জনের বোর্ড থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়