৮ মাস পর টেকনাফ-সেন্টমার্টিনে জাহাজ চলাচল

প্রায় আট মাস বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে নভেম্বরের শুরু থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। সাগর উত্তাল থাকায় গত বছরের ১৫ মার্চ এ নৌপথে পর্যটকবাহী জাহাজ বন্ধ করে দিয়েছিল প্রশাসন।
সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকটি পর্যটকবাহী জাহাজ টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলের অনুমতির জন্য আবেদন করেছে। আবহওয়া স্বাভাবিক থাকলে নভেম্বরের শুরু থেকে এসব জাহাজ চলাচল শুরু হতে পারে।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, বিআইডব্লিউটিএ-এর অনুমতি নেয়া হয়েছে। জেলা প্রশাসকের ছাড়পত্র পেলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হবে।
এদিকে দ্বীপে পর্যটক ব্যবসায়ীরা তাদের আবাসিক হোটেল ও কটেজগুলো সাজিয়ে রাখছেন। জাহাজ চলাচল শুরু হলে সব শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে।
নিউজবাংলাদেশ.কম/পিআর