আলবার্তো ফার্নান্দেজ আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট

বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন আলবার্তো।
বিবিসি জানায়, তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলা দেশটিতে রোববার (৬ অক্টোবর) ভোটগ্রহণ সম্পন্ন হয়। ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে জানা যায়, ফার্নান্দেজ পেয়েছেন ৪৮ দশমিক ১ শতাংশ ভোট। অপরদিকে ম্যাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৪ শতাংশ ভোট।
আর্জেন্টিনার আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি ৪৫ শতাংশ ভোট পান কিংবা ৪০ শতাংশ ভোট ও তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকেন তবেই তিনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের সমর্থকরা তার নির্বাচনী সদর দফতরে উল্লাসে মেতে ওঠেন। জয়লাভ করার পর ফার্নান্দেজ তার সমর্থকদের উদ্দেশে বলেন, যতটুকু পারেন তিনি বিদায়ী প্রেসিডেন্টকে সহযোগিতা করবেন।
এর আগে আলবার্তো ফার্নান্দেজ দেশটির নাগরিকদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি আর্জেন্টিনার অর্থনীতিকে সবল করবেন।
নিউজবাংলাদেশ.কম/ এসপি