artk
বৃহস্পতিবার, ডিসেম্বার ১২, ২০১৯ ২:৩৬   |  ২৮,অগ্রহায়ণ ১৪২৬

স্টাফ রিপোর্টার

সোমবার, অক্টোবার ২৮, ২০১৯ ১১:১৯

বিকেলে ৫০ কোম্পানির বোর্ড সভা

media

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫০ কোম্পানির বোর্ড সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে। ওইসব কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫০ কোম্পানির বোর্ড সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে। ওইসব কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: জাহিনটেক্স, উসমানিয়া গ্লাস, ইমাম বাটন, অগ্নি সিস্টেমস, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, দেশ গার্মেন্টস, কপারটেক, গ্লোবাল হেভি কেমিক্যাল, এমএল ডাইং, ফার কেমিক্যাল, জিকিউ বলপেন, অলিম্পিক এক্সেসরিজ, সিমটেক্স, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ন্যাশনাল ফিড মিলস, জেমিনি সী ফুড, তসরিফা, কাট্টালি টেক্সটাইল, কুইনসাউথ টেক্সটাইল, আজিজ পাইপস, হামিদ ফেব্রিক্স, ফরচুন সুজ, আরামিট, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, হাওয়েল টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান কটন, আমান ফিড, বেক্সিমকো সিনথেটিক্স, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ওয়াইম্যাক্স, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, কেঅ্যান্ডকিউ, দুলামিয়া কটন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, শাশা ডেনিমস, ইয়াকিন পলিমার, এসকে ট্রিমস, সী পার্ল, নিউ লাইন ক্লোথিং, লিগ্যাসি ফুটওয়্যার, এসএস স্টিল, ইনটেক, বিডি কম, সোনালী আঁশ।

কোম্পানিগুলোর মধ্যে জাহিনটেক্সের বিকাল ৪টায়, উসমানিয়া গ্লাসের বিকেল ৫টায়, ইমাম বাটনের বিকেল সাড়ে ৩টায়, অগ্নি সিস্টেমসের বিকেল ৪টায়, সায়হাম টেক্সটাইলের বিকেল ৪টায়, সায়হাম কটনের বিকেল ৩টায়, দেশ গার্মেন্টসের বিকেল ৩টায়, কপারটেকের বিকেল সাড়ে ৩টায়, গ্লোবাল হেভি কেমিক্যালের বিকেল ৩টায়, এমএল ডাইংয়ের বিকেল ৪টায়, ফার কেমিক্যালের বিকেল সাড়ে ৩টায়, জিকিউ বলপেনের বিকেল সাড়ে ৩টায়, অলিম্পিক এক্সেসরিজের বিকেল ৩.১৫টায়, সিমটেক্সের বিকেল সাড়ে ৪টায়, রংপুর ফাউন্ড্রির বিকেল ৪টায়, এএমসিএলের (প্রাণ) বিকেল ৩টায়, ন্যাশনাল ফিড মিলসের বিকেল ৪টায়, জেমিনি সী ফুডের বিকেল ৪টায়, তসরিফার বিকেল সাড়ে ৩টায়, কাট্টালি টেক্সটাইলের বিকেল ৪টায়, কুইনসাউথ টেক্সটাইলের বিকেল ৫টায়, আজিজ পাইপসের বিকেল ৪টায়, হামিদ ফেব্রিক্সের বিকেল সাড়ে ৩টায়, ফরচুন সুজের বিকেল সাড়ে ৪টায়, আরামিটের বিকেল ৩টায়, মেঘনা কনডেন্সড মিল্কের বিকেল ২.৩৫টায়, মেঘনা পেটের বিকেল ৩টায়, হাওয়েল টেক্সটাইলের বিকেল সাড়ে ৪টায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বিকেল ৫টায়, আলিফ ইন্ডাস্ট্রিজের বিকেল ৪টায়, আমান কটনের সন্ধ্যা ৭টায়, আমান ফিডের সন্ধ্যা সাড়ে ৬টায়, বেক্সিমকো সিনথেটিক্সের বিকেল ৫টায়, শাইনপুকুর সিরামিকের বিকেল সাড়ে ৪টায়, বেক্সিমকোর বিকেল ৪টায়, বেক্সিমকো ফার্মার বিকেল সাড়ে ৩টায়, ওয়াইম্যাক্সের বিকেল ৩টায়, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের বিকেল ৪টায়, কেঅ্যান্ডকিউয়ের বিকেল ৪টায়, দুলামিয়া কটনের বিকেল ২.৩৫টায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের বিকেল সাড়ে ৩টায়, শাশা ডেনিমসের বিকেল ৪টায়, ইয়াকিন পলিমারের বিকেল ৩টায়, এসকে ট্রিমসের বিকেল ৫টায়, সী পার্লের বিকেল ২.৫০টায়, নিউ লাইন ক্লোথিংসের বিকেল ৪টায়, লিগ্যাসি ফুটওয়্যারের বিকেল ৪টায়, এসএস স্টিলের বিকেল সাড়ে ৫টায়, ইনটেকের বিকেল ৪টায়, বিডি কমের বিকেল ৩টায়, সোনালী আঁশের বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।

নাইজারে জঙ্গি হামলায় ৭১ সৈন্য নিহত টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির ঢাকা প্লাটুন জামিন হলো না খালেদার দগ্ধ ৩২ জনের অবস্থাই আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী আদালতের গেট থেকে আইনজীবী আটক নবজাতককে মধু খাওয়াবেন না বিএসএমএমইউর প্রতিবেদন ভুয়া: জয়নুল আবেদীন জরুরি সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০ কুমার বিশ্বজিতের মায়ের মৃত্যু পাটকল শ্রমিকদের অনশনে শতাধিক শ্রমিক অসুস্থ খালেদার জামিন শুনানি চলছে দাবি মেনে নিয়েছে ‘এসএ টিভি’ শরীর চাঙ্গা রাখতে সিঁড়ি ভাঙুন নিয়মিত ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত খালেদার জামিন শুনানি: দুপক্ষের ৬০ জন আইনজীবী থাকতে পারবেন সনদধারী আইনজীবীদেরই ঢুকতে দেয়া হচ্ছে ফতুল্লায় আগুনে পুড়লো অর্ধশত ঘর, আহত ১০ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে মৃত ৯ জন ক্লাব ব্রুজকে ৩-১ ব্যবধানে হারাল রিয়াল খালেদার জামিন শুনানি বৃহস্পতিবার, আদালতে কড়া নিরাপত্তা কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১ আশঙ্কাজনক ৩৪ পেটের চর্বি কমাবে মৌরি ববির শিক্ষক সমিতির সভাপতি আরিফ সম্পাদক খোরশেদ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাজ্য: রাষ্ট্রদূত নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে আসাম-ত্রিপুরা উত্তাল বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধে নির্দেশনা সাংবাদিকদের প্রশ্ন শুনেই ফর্ম হারান ইমরুল! ১৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ, চিশতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা সূচকের উত্থান লেনদেন মন্দা