News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৭, ২২ অক্টোবর ২০১৯
আপডেট: ০৬:১৬, ১ মার্চ ২০২০

‘ভারত সফরে যাবে বাংলাদেশ’

‘ভারত সফরে যাবে বাংলাদেশ’

প্রায় দুই বছর পর ভারতের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু টাইগারদের ভারত সিরিজ নিয়েই সংশয় দেখা দিয়েছে। বছলে জাতীয় ক্রিকে লিগ। আগামী দুই এক দিনের মধ্যেই ভারত সফরের জন্য প্রস্তুতি নেয়ার কথা।

সেই মুহূর্তে ক্রিকেটাররা ধর্মঘট ডেকেছেন। বাংলাদেশের ক্রিকেটের নানা সমস্যার কথা উল্লেখ করে ১১ দফা দাবি জানিয়েছেন তারা। সাকিব-তামিম-মুশফিকদের সঙ্গে এসব দাবিতে একাত্ম হয়েছেন ঘরোয়া ক্রিকেটের সব ক্রিকেটার। এসব ঘটনায় বাংলাদেশের ভারত সফর নিয়েই সন্দেহ উঠে গেছে। তবে বিসিবি সভাপতির আশা, ঠিক সময়েই সফর করবে বাংলাদেশ দল।

আজ বিকেলে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারত সফর হবে কি না এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি অবশ্যই আশা করি ক্যাম্প চলবে। ভারত সিরিজ হবে। কারণ, আমার এখনো বিশ্বাস, বেশির ভাগ খেলোয়াড়ই খেলতে চায়। তারা ক্রিকেটের উন্নয়ন চায়। কয়েকটা টাকা, পাঁচ হাজার টাকার জন্য দেশের ক্রিকেটের সর্বনাশ করে দেবে, এটা আমার বিশ্বাস হয় না। তবে সামনেই তো দেখতে পাব সব।’

বিসিবি ও ক্রিকেটারদের দ্বিমুখী অবস্থানে সমস্যার দ্রুত সমাধান হওয়া নিয়ে সন্দেহ আছেই। আপাতত জাতীয় লিগ বা ঘরোয়া ক্রিকেটের কী হবে, এ প্রশ্নের উত্তরে সভাপতি জানালেন, আপাতত বড় সমস্যা নিয়ে ভাবছেন। তিনি বলেন,‘ খেলা হবে না। আমি আগে জানতে চাই, দেখতে চাই, কে কে খেলতে যায়, কে কে খেলতে যায় না। ক্যাম্পে কেউ যাবে কি যাবে না। কে কে ভারত সফর বাতিল করার জন্য চেষ্টা করছে। এসব তো আগে জানতে হবে। আগে তো আসল সমস্যার কথা জানতে হবে, না হলে তো কদিন পর অন্য সমস্যা আসবে। কী হচ্ছে, সেটা তো আগে জানতে হবে।’

 

নিউজবাংলাদেশ.কম/এএস/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়