News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৯, ২২ অক্টোবর ২০১৯
আপডেট: ০৭:২১, ১ মার্চ ২০২০

নিরাপদ সড়ক দিবসে ট্রাক চাপায় নিভে গেলো স্কুলছাত্রের প্রাণ

নিরাপদ সড়ক দিবসে ট্রাক চাপায় নিভে গেলো স্কুলছাত্রের প্রাণ

২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস। ‘জীবনের আগে জীবিকা নয়; সড়ক দুর্ঘটনা আর নয়’ এই স্লোগান নিয়ে সারাদেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। আর এই দিবসেই যশোরে ট্রাক চাপায় প্রাণ গেল মহিদুল ইসলাম লিয়ন (১৩) নামে এক স্কুলছাত্রের।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের নতুন খয়েরতলা এলাকায় এ ঘটনা ঘটে। সে যশোর দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। নিহতের বাবার নাম মাহবুবুর রহমান। তাদের বাড়ি পিরোজপুর। যশোর শহরের আরবপুর দিঘীরপাড় এলাকার সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন তারা।

যশোর কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান জানান, মহিদুল সাইকেলে করে স্কুলে যাচ্ছিল। নতুন খয়েরতলা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়