News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:৪৬, ২০ অক্টোবর ২০১৯
আপডেট: ১১:২২, ২১ জানুয়ারি ২০২০

মেনন প্রমাণ করেছেন বর্তমান সরকার ‘অবৈধ’: রিজভী

মেনন প্রমাণ করেছেন বর্তমান সরকার ‘অবৈধ’: রিজভী

ফাইল ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মতো একজন ‘সরকারের সঙ্গী’ স্বীকার করেছেন যে ‘গত বছরের ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন না হওয়ায় বর্তমান সরকার অবৈধ।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি বলে সরকারের জোটসঙ্গী স্বীকারোক্তি দেয়ার পর নৈতিকতা ও বাস্তবতার দিক দিয়ে সরকারের উচিত সংসদ ভেঙে দেয়া।

‘সংসদে বহাল থাকার নৈতিক অধিকার তাদের নেই। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত নন। বর্তমান সরকারের যদি বিন্দু মাত্র লজ্জা থাকে তাহলে আজকেই তাদের পদত্যাগ করে সরে যাওয়া উচিত। তারা যে অবৈধ সরকার তাদের সাথের লোকেরাই তা আজ স্বীকার করেছেন। দেশের জনগণ জীবনের ভয়ে কথা বলতে পারছে না, এটাও তারা সাক্ষ্য দিচ্ছেন,’ যোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, সত্যের ঢোল বাতাসে বাজে, অপকর্ম করেও কখনো কখনো বিবেকের তাড়নায় সত্য প্রকাশ করতে বাধ্য হয় মানুষ। বিবেকবান মানুষের মনে অপরাধবোধ অস্থিরতা সৃষ্টি করে। ‘দুর্নীতিবাজ সরকারের বিশ্বস্ত কমরেড রাশেদ খান মেননের বক্তব্যের লক্ষ্য-উদ্দেশ্য কি তা আমাদের জানা নেই। তবে জাতির সামনে রাজসাক্ষী হয়ে রাতের ভোটের ভোটডাকাতির স্বীকারোক্তি প্রদানের মাধ্যমে নিজের দায় ও অপরাধ তিনি স্বীকার করে নিলেন।’

শনিবার বরিশালে এক অনুষ্ঠানে মেনন বলেন যে মানুষ ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন এবং পরের স্থানীয় নির্বাচনগুলোতে ভোট দিতে পারেনি।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়