ভোলায় সহিংসতার জের: চট্টগ্রাম হাটহাজারী থানায় মাদরাসাছাত্রদের হামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ‘ফেসবুক পোস্টকে’ কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে চারজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হওয়ার প্রতিবাদে রোববার চট্টগ্রামে হাটহাজারী থানায় হামলা চালিয়েছেন মাদসা ছাত্ররা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘একটু সমস্যা হয়েছে। মাদরাসার ছাত্ররা থানায় ইটপাটকেল মেরেছে। তবে কোনো আহত বা গ্রেপ্তার নেই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী বাজার এলাকার দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার ছাত্ররা বিকেল ৫টার পর থেকে বিক্ষোভ শুরু করেন।
এসময় থানায় ইটপাটকেল নিক্ষেপ ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। সূত্র: ইউএনবি
নিউজবাংলাদেশ.কম/এএইচকে