News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৬, ১৯ অক্টোবর ২০১৯
আপডেট: ০২:১৫, ১ মার্চ ২০২০

নকল ঠেকাতে ভারতের কলেজে অভিনব পদ্ধতি

নকল ঠেকাতে ভারতের কলেজে অভিনব পদ্ধতি

নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথায় কার্ডবোর্ডের বাক্স পরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে ভারতের একটি কলেজে। কর্নাটকের ওই কলেজে নকল ঠেকাতে অভিনব এ পদ্ধতি ব্যবহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার কর্নাটকের ভগত পিইউ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রসায়ন পরীক্ষায় নকল ঠেকাতে এ অভিনব পদ্ধতি ব্যবহার করে কলেজটির কর্তৃপক্ষ।

ছবিতে দেখা যায়, সব পরীক্ষার্থীকে কার্ডবোর্ডের বাক্স পরেই পরীক্ষা দিতে হচ্ছে। বাক্সগুলোর যে অংশ শিক্ষার্থীদের মুখের দিকে ছিল, কেবল সেদিকেই সামান্য খোলা রয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে কারণ দর্শাতে কলেজটির ব্যবস্থাপনা কমিটিকে নোটিশ দিয়েছে রাজ্যের প্রি-ইউনিভার্সিটি এডুকেশন বোর্ড। দায়ীদের শাস্তি দেয়া হবে বলেও আশ্বস্ত করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার কথা জানতে পেরে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। ভবিষ্যতে কখনোই যেন এ ধরনের ‘পাগলামি’ না করা হয়, সে জন্য কলেজ কর্তপক্ষকে সতর্ক করে দেন তারা। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের সম্মতি নিয়েই নকল ঠেকাতে তারা এমনটি করেছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়