সুনামগঞ্জের দিরাইয়ে বাবার হাতে শিশু তুহিন হত্যার ঘটনার পর এবার ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে তার তিন বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের দিরাইয়ে বাবার হাতে শিশু তুহিন হত্যার ঘটনার পর এবার ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে তার তিন বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের দিরাইয়ে বাবার হাতে শিশু তুহিন হত্যার ঘটনার পর এবার ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে তার তিন বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার চাদঁপুর গ্রাম থেকে হানিফ প্রমানিকের ছেলে রহমত প্রমানিকের (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির মা স্বপ্না আক্তার জানান, তার স্বামী সন্তানকে স্বীকার করছিলেন না। শুক্রবার আমি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসেন তিনি। এ নিয়ে তার স্বামীর সাথে বাক-বিতণ্ডা হয়।
স্বপ্না বলেন, শুক্রবার রাতে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ধান খেতে তার লাশ পাওয়া যায়।’
তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমার স্বামী পলাতক রয়েছেন।’
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর মা শনিবার তার স্বামীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত সপ্তাহে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হাসানকে নৃশংসভাবে হত্যা করে তারই বাবা ও চাচারা।