News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৫, ১০ অক্টোবর ২০১৯
আপডেট: ১৭:২২, ২৯ ফেব্রুয়ারি ২০২০

পেঁয়াজের দাম কমলো

পেঁয়াজের দাম কমলো

আমদানি বাড়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম এখন কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে। বিক্রেতারা বলছেন, আমদানিতে বাড়লে দাম আরও কমে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে।

গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা ছিল। ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এর তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দর কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকায় নেমেছে।

নিউজবাংলাদেশ.কম/এএস/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়