News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৪, ১০ অক্টোবর ২০১৯
আপডেট: ০১:২৫, ১৯ জানুয়ারি ২০২০

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হাই এর স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। বুধবার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলার বাদী হয়ে এ মামলা করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন।

প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, রুমা আক্তার ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৭৬৪ টাকার সম্পদের মধ্যে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৭৮ টাকার সম্পদ গোপন করে মিথ্যা তথ্যাদি প্রদানসহ ১ কোটি ৮১ লাখ ১১ হাজার ১৯১ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখে।

গত ৬ আগস্ট ২০১৮ সালে তার প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি গত ৩ সেপ্টেম্বর ২০১৮ সালে নির্ধারিত ছকে দুদকের প্রধান কার্যালয়ে তার সম্পদ বিবরণী দাখিল করে রুমা আক্তার।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়