ফের রাজপথে শিবিরের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির।
বুধবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করলেও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
বৃহস্পতিবার সকালে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা ব্যানারে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজিবুল হাসান বাপ্পির নেতৃত্বে একটি মিছিল বের হয়।
রাজধানীতে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজিবুল হাসান বাপ্পি বলেন,
“বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের দৃষ্টান্তুমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে ছাত্রলীগের সন্ত্রাসী কার্মকাণ্ড বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান”
তিনি বলেন, “আবরার এদেশের পক্ষে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু ছাত্রলীগ আবরারকে হত্যা করে প্রমাণ করেছে ছাত্রলীগ জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক হলেও তারা আদর্শের দিকে থেকে ভারতের নাগরিক।”
শিবিরের এ নেতা প্রধানমন্ত্রীকে লক্ষ করে বলেন, “ভারত আপনার কাছের বন্ধু নয় এদেশের জনগনই আপনার বন্ধু। গত ১০ বছরে ক্যাম্পাসগুলোতে ২৪ জন ছাত্রকে হত্যা করেছে ছাত্রলীগ। আপনি যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারেন তাহলে আপনাকে বাংলাদেশের জনগন শ্রদ্ধার সাথে স্বরণ করবে।”
তিনি আরো বলেন, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রশিবিরের আন্দোলনে অব্যাহত থাকবে।, কোন দেশের সাথে যেকোন চুক্তি করতে গেলে সংসদের মধ্যেমে পাশ করতে হবে না হয় এ চুক্তি কেহু মেনে নিবে না ”
একই দিনে আবরার ফাহাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির রংপুর মহানগর।
নিউজবাংলাদেশ.কম/ এসপি