News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩২, ৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১৪:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে মিছিলটি নাইটিঙ্গেল-ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় আবরার হত্যার বিচার দাবি করে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, দেশবিরোধী চুক্তি নিয়ে মত প্রকাশ করায় মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ এই দেশে মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে চায়। তারা লাগামহীন দুর্নীতি আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। তাই স্বাধীনতায় বিশ্বাসী, দেশপ্রেমিক, মেধাবীদের হত্যায় মেতে উঠেছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রদল নেতৃবৃন্দ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়