News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২২, ৯ অক্টোবর ২০১৯
আপডেট: ০৩:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২০

‘বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করতে পারে না’

‘বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করতে পারে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা হতে পারে না। প্রাকৃতিক গ্যাস নয়, ভারতে আমাদানি হবে আমদানি করা গ্যাস।

বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন।

বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী গত ৩ থেকে ৬ অক্টোবর ৪ দিনের সফরে নয়াদিল্লি যান। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশে তিনি ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়