আবরার হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের কালো পতাকা মিছিল
ফাইল ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে কালো পতাকা মিছিল শুরু হয়। এর আগে আজ সকালে বুয়েট ক্যাম্পাসে প্রথমে মৌন মিছিল এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আবরার হত্যার প্রতিবাদে গত সোমবার বিকেল থেকেই উত্তাল বুয়েট ক্যাম্পাস। আবরার আন্দোলনে নামা শিক্ষার্থীরা মামলার অভিযোগপত্র না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেন।
গতকাল রাত পৌনে ১০টায় দ্বিতীয় দিনের মতো আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি মানার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধের দাবি জানান।
সকাল থেকে বুয়েট ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। প্রথমে তারা জড়ো হন বুয়েট শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে মৌন মিছিল বের করা হয়। এরপর মিছিলটি পুনরায় শহীদ মিনারে মিলিত হয়। সেখানে বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। বেলা ১২টার পর থেকেই ঢাবি ক্যাম্পাসে কালো পতাকা মিছিলের প্রস্তুতি শুরু হয়।
ভিডিওতে দেখুন কালো পতাকা মিছিলের কিছু অংশ-
নিউজবাংলাদেশ.কম/ এসপি








