News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩২, ৭ অক্টোবর ২০১৯
আপডেট: ১৬:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০

চিকিৎসায় নোবেল পেলেন ২ মার্কিন ও ১ ব্রিটিশ বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন ২ মার্কিন ও ১ ব্রিটিশ বিজ্ঞানী

মানবদেহের কোষ কীভাবে উপলব্ধি করে এবং কীভাবে অক্সিজেন গ্রহণে খাপ খায় এমন আবিষ্কারের স্বীকৃতিতে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দুই মার্কিন এবং এক ব্রিটিশ বিজ্ঞানী। তারা হলেন উইলিয়াম কায়েলিন জেআর, স্যার প্যাটার  জে. রেটকলিফ এবং  গ্রেগ এল. সিমেনজা ।

সোমবার সুইডেনের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) এ বিভাগে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

২০১৯ সালের প্রথম সেশনের এই পুরস্কার সুইডেনের স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয়।

নোবেলের ওয়েবসাইট থেকে জানা গেছে, মঙ্গলবার (০৮ অক্টোবর) দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেস থেকে পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হবে। এরপর বুধবার (০৯ অক্টোবর) আবার রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্সেস থেকে রসায়ন বিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্যে নোবেল দেওয়া হবে। শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করবে।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এ ছয়টি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত করে আন্তর্জাতিক নোবেল কমিটি।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়